menu-iconlogo
huatong
huatong
santam-amar-chetona-chaitanya-kore-de-maa-cover-image

Amar Chetona Chaitanya Kore De Maa

Santamhuatong
SANTAM✨huatong
Letra
Gravações
আমার চেতনা চৈতন্য করে দে মা

চৈতন্যময়ী

আমার চেতনা চৈতন্য করে দে মা

চৈতন্যময়ী

তোর ভাব সাগরে ভেসে আমি

তোর ভাব সাগরে ভেসে আমি

হব মা তোর পদাশ্রয়ী

আমার চেতনা চৈতন্য করে দে মা

চৈতন্যময়ী

MUSIC

MUSIC

অজ্ঞান মোর স্বভাব থেকে,

তোর ভাবে তুই নে মা ডেকে

অজ্ঞান মোর স্বভাব থেকে,

তোর ভাবে তুই নে মা ডেকে

জ্ঞানো চক্ষু মেলে দেখি

জ্ঞানো চক্ষু মেলে দেখি

কেমন তুই জ্ঞানদাময়ী

আমার চেতনা চৈতন্য করে দে মা

চৈতন্যময়ী

আমার চেতনা চৈতন্য করে দে মা

চৈতন্যময়ী

MUSIC

MUSIC

তোর ভাবের খেলা দিয়ে,

দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে

তোর ভাবের খেলা দিয়ে,

দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে

MUSIC

কৌতুহল মোর এ জীবনে,

নিয়ে নে মা তোর ও চরণে

কৌতুহল মোর এ জীবনে,

নিয়ে নে মা তোর ও চরণে

মহানন্দে যাই চলে মা

মহানন্দে যাই চলে মা

হয়ে সর্ব রিপু জয়ী

আমার চেতনা চৈতন্য করে দে মা

চৈতন্যময়ী

আমার চেতনা চৈতন্য করে দে মা

চৈতন্যময়ী

তোর ভাব সাগরে ভেসে আমি

তোর ভাব সাগরে ভেসে আমি

হব মা তোর পদাশ্রয়ী

আমার চেতনা চৈতন্য করে দে মা

চৈতন্যময়ী

আমার চেতনা চৈতন্য করে দে মা

চৈতন্যময়ী

ধন্যবাদ (শান্তম)

Mais de Santam

Ver todaslogo

Você Pode Gostar