menu-iconlogo
huatong
huatong
avatar

Jamuna Ki Bolte Paare [SB]

SB TUNEShuatong
SB_TUNEShuatong
Letra
Gravações
1ST TIME 🎹 SM 🎹 SUNIL BISWAS 🎹

**** MUSIC SUNIL ***********

uPLOAD BY SUNIL BISWAS

MORE HQ TRACK JUST SEARCH

****** SB TUNES *****

SUPPORT AND FLOW ME @SB_TUNES

কথা-সুনীল বরণ

সুর-গোবিন্দ বসু

শিল্পী-শিপ্রা বসু

যমুনা কি বলতে পারে,

কতবার কেঁদেছে রাধা।।

যমুনা কি বলতে পারে ?

কতবার কেঁদেছে রাধা।।

যমুনা কি বলতে পারে ?

আনমনে চলতে গিয়ে।।

আনমনে চলতে গিয়ে।।

কোন পথে পেয়েছে বাধা !

যমুনা কি বলতে পারে ?

কতবার কেঁদেছে রাধা !

যমুনা কি বলতে পারে ?

MUSIC SUNIL ***SB TUNES**

অঙ্গে সোনা ছিল যত,

কলঙ্কে দ্বিগুণ তত।।

অঙ্গে সোনা ছিল যত,

কলঙ্কে দ্বিগুণ তত।।

ও কালি চন্দন হত অবিরত।। 2X

কালিন্দীর ওই কালো জলে।। 2X

ভেসে গেল নিরব কাঁদা।

যমুনা কি বলতে পারে ?

কতবার কেঁদেছে রাধা !

যমুনা কি বলতে পারে ?

MUSIC SUNIL ***SB TUNES**

ধাপা ধামাপা মাধাপা

মারেমা রেপাপা

ধাপা মাগারে মাগারে সানি

নিরেনি ধাপা পাধাপা গারে

নিরেনি ধাপা সা

ধন্য প্রেমে জরজর,

আনন্দ অধিক আরো।।

ধন্য প্রেমে জরজর,

আনন্দ অধিক আরো।।

পিরীতি সুন্দরতর মনোহর।। 2X

গুণধর রুপ লাগি

দিবানিশি হয়েছে সফল।

যমুনা কি বলতে পারে ?

কতবার কেঁদেছে রাধা !

যমুনা কি বলতে পারে ?

কতবার কেঁদেছে রাধা !

যমুনা কি বলতে পারে

Mais de SB TUNES

Ver todaslogo

Você Pode Gostar