menu-iconlogo
huatong
huatong
avatar

পাখিরে ও পাখিরে আমার

Shabnurhuatong
southuist4huatong
Letra
Gravações
পাখিরে..ও পাখিরে

আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই

পাখিরে..ও পাখিরে

আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই

আমার,ছোট্ট দুটি ডানা এখন

উড়তে আমার মানা, আমার

ছোট্ট দুটি ডানা এখন

উড়তে আমার মানা,ও তোর

বুকের খাঁচায় তাই লুকিয়ে রই

পাখিরে..ও পাখিরে

আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই

মিউজিক ফলো করে গান করুন

আমি পাখি নই সাধারন

নইকো যেমন তেমন

ঐ যে আকাশ যতো বড়,

অন্তরে প্রেম তেমন

আমি পাখি নই সাধারন

নইকো যেমন তেমন

ঐ যে আকাশ যতো বড়,

অন্তরে প্রেম তেমন

সত্যবাদী পাখি আমি মিথ্যাবাদী নই

পাখিরে..ও পাখিরে

আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই

আমার,ছোট্র দুটি ডানা এখন

উড়তে আমার মানা, আমার

ছোট্র দুটি ডানা এখন

উড়তে আমার মানা,ও তোর

বুকের খাঁচায় তাই লুকিয়ে রই

পাখিরে..ও পাখিরে

আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই

মিউজিক ফলো করে গান করুন

প্রেম সোহাগি পাখিরে তোর

প্রেমের এমন ধরন

তোর ই প্রেমে বাঁচন আমার

তোর ই প্রেমে মরন

প্রেম সোহাগি পাখিরে তোর

প্রেমের এমন ধরন

তোর ই প্রেমে বাঁচন আমার

তোর ই প্রেমে মরন

দুঃখ সুখে আমি যেন

তোর ই আপন হই

পাখিরে..ও পাখিরে

আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই

পাখিরে..ও পাখিরে

আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই

আমার,ছোট্র দুটি ডানা এখন

উড়তে আমার মানা,আমার

ছোট্ট দুটি ডানা এখন

উড়তে আমার মানা,ও তোর

বুকের খাঁচায় তাই লুকিয়ে রই

পাখিরে..ও পাখিরে

আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই

Mais de Shabnur

Ver todaslogo

Você Pode Gostar