চলো আকাশ নীলে স্বপ্ন সাজাই
রোদের আলোতে বাঁধি ঘর
চলো আকাশ নীলে স্বপ্ন সাজাই
রোদের আলোতে বাঁধি ঘর
চলো বৃষ্টির জলে কান্না লুকাই
বৃষ্টিতে আদুরে আদর
চলো বৃষ্টির জলে কান্না লুকাই
বৃষ্টিতে আদুরে আদর
চলো আকাশ নীলে
চলো পাতার বাঁশিতে সুর তুলি
গাই পাখির সাথে প্রিয় গান
চলো পাতার বাঁশিতে সুর তুলি
গাই পাখির সাথে প্রিয় গান
চলো সাগর জলে মনটা ভাসাই
হই দু'জনে এক প্রাণ
চলো বৃষ্টির জলে কান্না লুকাই
বৃষ্টিতে আদুরে আদর
চলো আকাশ নীলে
চলো পথের বুনোফুল হই
চলো একসাথে সুবাস ছড়াই
চলো পথের বুনোফুল হই
চলো একসাথে সুবাস ছড়াই
চলো নিবিড় নিশীথে মায়াতে জড়াই
দু'জন দু'জনে হারাই
চলো বৃষ্টির জলে কান্না লুকাই
বৃষ্টিতে আদুরে আদর
চলো বৃষ্টির জলে কান্না লুকাই
বৃষ্টিতে আদুরে আদর
চলো আকাশ নীলে স্বপ্ন সাজাই
রোদের আলোতে বাঁধি ঘর
চলো আকাশ নীলে