F সুরে সুরে গুন গুনিয়ে
কত কথা যায় শুনিয়ে
চুপটি করে দক্ষিনা বাঁতাস
নিল রঙেরি শাড়ি পড়ে
অপরূপ আজ সেজেছে
দেখ না ঐ নিলাকাশ
M যা দেখি লাগে ভালো
সপ্ন আজ মেলছে ডানা
চনছল ইচ্ছেরা
কিছুতেই আমার আজ
মানে না মন মানা
F দেখো আমারি খুশিতে
ঐ বাগানে ফুল ফুঠে
সেই খুশিতে সুর্যটাও
মুচকি হেসে উঠে
M দেখো আমারি খুশিতে
ঐ নদীতে ঢেউ উঠে
সেই খুশিতে সুর্যটাও
মুচকি হেসে উঠে
F সপ্ন রঙে ভাবনা ছুয়ে সারাক্ষণ
বাঁধাহীন কোথাও
যেতে চায় উরে সারাক্ষণ
M সপ্ন দোলায় ভাসিয়ে তোমায়
নিয়ে যাবো সপ্নের দেশে
অল্প লোকে চেয়ে থেকে
নিয়ে যাবো সপ্নিল আবেশে
F দেখো আমারি খুশিতে
ঐ বাগানে ফুল ফুঠে
সেই খুশিতে সুর্যটাও
মুচকি হেসে উঠে
M দেখো আমারি খুশিতে
ঐ নদীতে ঢেউ উঠে
সেই খুশিতে সুর্যটাও
মুচকি হেসে উঠে
F ছুয়ে যায় আমায়
বিকেলের সুনা রদ্দুর
হৃদয়ে অনুক্ষণ বেজে যায়
আজ সুখের নুপুর
M দিনেরি শেষে নদীরও দেশে
হারাবো আজ দু জনায়
অন্য দিনের গল্প ভুনে
দুরে হারাবো দু জনায়
F দেখো আমারি খুশিতে
ঐ বাগানে ফুল ফুঠে
সেই খুশিতে সুর্যটাও
মুচকি হেসে উঠে
M দেখো আমারি খুশিতে
ঐ নদীতে ঢেউ উঠে
সেই খুশিতে সুর্যটাও
মুচকি হেসে উঠে
সুরে সুরে গুন গুনিয়ে
কত কথা যায় শুনিয়ে
চুপটি করে দক্ষিনা বাঁতাস
নিল রঙেরি শাড়ি পড়ে
অপরূপ আজ সেজেছে
দেখ না ঐ নিলাকাশ
F যা দেখি লাগে ভালো
সপ্ন আজ মেলছে ডানা
চনছল ইচ্ছেরা
কিছুতেই আমার আজ
মানে না মন মানা
M দেখো আমারি খুশিতে
ঐ নদীতে ঢেউ উঠে
সেই খুশিতে সুর্যটাও
মুচকি হেসে উঠে
F দেখো আমারি খুশিতে
ঐ বাগানে ফুল ফুঠে
সেই খুশিতে সুর্যটাও
মুচকি হেসে উঠে