F)ভালোবাসো আর নাইবা বাসো
শুধু তোমায় ভালোবাসতে দিও
M)ভালোবাসো আর নাইবা বাসো
শুধু তোমায় ভালোবাসতে দিও
F)হৃদয়ের সবটুকু ভালোবাসা নিও, বন্ধু প্রিয়
M)ও... হৃদয়ের সবটুকু ভালোবাসা নিও, বন্ধু প্রিয়
F)ইচ্ছের ফুল ফুটিয়ে আমি তোমায় দেবো তুলে
একটু সুবাস নিও তুমি কখনো ইচ্ছে হলে
M)ইচ্ছের ফুল ফুটিয়ে আমি তোমায় দেবো তুলে
একটু সুবাস নিও তুমি কখনো ইচ্ছে হলে
F)হৃদয়ের সবটুকু ভালোবাসা নিও, বন্ধু প্রিয়
M)ও... হৃদয়ের সবটুকু ভালোবাসা নিও, বন্ধু প্রিয়
F)মনের দেয়াল তুলে তুমি থাকো যতই দূরে
বাতাস হয়ে ছুঁয়ে দেবো তোমার উষ্ণ অধরে
M)মনের দেয়াল তুলে তুমি থাকো যতই দূরে
বাতাস হয়ে ছুঁয়ে দেবো তোমার উষ্ণ অধরে
F)হৃদয়ের সবটুকু ভালোবাসা নিও, বন্ধু প্রিয়
M)ও... হৃদয়ের সবটুকু
ভালোবাসা নিও
F)হৃদয়ের সবটুকু ভালোবাসা নিও, বন্ধু প্রিয়
M)ভালোবাসো আর নাইবা বাসো
শুধু তোমায় ভালোবাসতে দিও
F)ভালোবাসো আর নাইবা বাসো
শুধু তোমায় ভালোবাসতে দিও
M)হৃদয়ের সবটুকু ভালোবাসা নিও, বন্ধু প্রিয়
F)ও... হৃদয়ের সবটুকু ভালোবাসা নিও, বন্ধু প্রিয়