menu-iconlogo
huatong
huatong
shah-abdul-karim--cover-image

কোন মিস্তরি নাও বানাইলো

Shah Abdul Karimhuatong
red_wolf12001huatong
Letra
Gravações
কোন মিস্তরি নাও বানাইলো

কেমন দেখা যায়...

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলো রে

কোন মিস্তরি নাও বানাইলো

কেমন দেখা যায়...

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলো

চন্দ্র সুর্য বান্ধা আছে

নায়েরই আগায়

চন্দ্র সুর্য বান্ধা আছে

নায়েরই আগায়

দূরবীনে দেখিয়া পথ

মাঝি মাল্লায় বায়

দূরবীনে দেখিয়া পথ

মাঝি মাল্লায় বায়

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলো

হারা জিতা চুবের বেলা

কার পানে কে চায়...

হারা জিতা চুবের বেলা

কার পানে কে চায়?

মদন মাঝি বড় পাজি

কত নাও ডুবায়

মদন মাঝি বড় পাজি

কত নাও ডুবায়

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলো

বাউল আব্দুল করিম বলে

বুঝে উঠা দায়

বাউল আব্দুল করিম বলে

বুঝে উঠা দায়

কোথা হইতে আসে নৌকা

কোথায় চলে যায়

কোথা হইতে আসে নৌকা

কোথায় চলে যায়

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলো রে

কোন মিস্তরি নাও বানাইলো

কেমন দেখা যায়...

ঝিলমিল ঝিলমিল করে রে

ময়ুরপঙ্খি নায়

কোন মিস্তরি নাও বানাইলো রে

কোন মিস্তরি নাও বানাইলো রে

কোন মিস্তরি নাও বানাইলো রে

কোন মিস্তরি নাও বানাইলো রে

ধন্যবাদ সবাইকে

Mais de Shah Abdul Karim

Ver todaslogo

Você Pode Gostar