menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আমি কাছাকাছি

shahid/Shuvomitahuatong
mizrachihuatong
Letra
Gravações
তুমি আমি কাছাকাছি আছি বলে

এ জীবন হয়েছে মধুময় ।

যদি তুমি দূরে কভু যাও চলে

শুধু মরণ হবে আর কিছু নয় ।

তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়,

এক জীবনে এত প্রেম পাব কোথায় ।

তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়,

এক জীবনে এত প্রেম পাব কোথায় ।

গান টি ভাল লাগলে একটি Like দিবেন

তোমারি পরশে ভালবাসা আসে মনেরই আঙিনায় ।

নয়ন ভরে দেখি তোমায়

তবু বুঝি দেখার শেষ নাই ।

তোমারি পরশে ভালবাসা আসে মনেরই আঙিনায় ।

নয়ন ভরে দেখি তোমায়

তবু বুঝি দেখার শেষ নাই ।

তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়,

এক জীবনে এত প্রেম পাব কোথায় ।

তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়,

এক জীবনে এত প্রেম পাব কোথায় ।

গান টি ভাল লাগলে একটি Like দিবেন

সুখেরি সাগরে ডেউয়ে ডেউয়ে

দুজনে এক সাথে ভেসে যাই ।

ভেসে ভেসে ভালবেসে সারা জীবন বাঁচতে চাই ।

সুখেরি সাগরে ডেউয়ে ডেউয়ে

দুজনে এক সাথে ভেসে যাই ।

ভেসে ভেসে ভালবেসে সারা জীবন বাঁচতে চাই ।

তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়,

এক জীবনে এত প্রেম পাব কোথায় ।

তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়,

এক জীবনে এত প্রেম পাব কোথায় ।

Mais de shahid/Shuvomita

Ver todaslogo

Você Pode Gostar

তুমি আমি কাছাকাছি de shahid/Shuvomita – Letras & Covers