menu-iconlogo
huatong
huatong
avatar

পৃথিবীতে প্রথমত আসা

Shakib khanhuatong
mollysanchez1159huatong
Letra
Gravações
পৃথিবীতে প্রথমত আসা..

দ্বিতীয়ত এসে চলে যাওয়া..

আর..তৃতীয় কারণ,

নেই বলতে বারন,

তোমায় আপন করে পাওয়া...

পৃথিবীতে প্রথমত আসা..

দ্বিতীয়ত এসে চলে যাওয়া..

আর তৃতীয় কারণ,

নেই বলতে বারন,

তোমায় আপন করে পাওয়া...

পৃথিবীতে প্রথমত আসা..

দ্বিতীয়ত এসে চলে যাওয়া..

যে ভালবাসা,শেষ হয়ে হয়না,

হয়ে যায় অন্তহীন,

জীবনের মূল্য,নয় সমতুল্য,

কবু সৌধ হয়না যে ঋণ,

যে ভালবাসা,শেষ হয়ে হয়না,

হয়ে যায়,অন্তহীন,

জীবনের মূল্য,নয় সমতুল্য,

কবু সৌধ,হয়না যে ঋণ,

আর..এই মনে হয়,

বেঁচে থাকা যে সময়,

তোমার কথাই সুরে গাওয়া..

পৃথিবীতে প্রথমত আসা..

দ্বিতীয়ত এসে চলে যাওয়া..

আর..তৃতীয় কারণ,

নেই বলতে বারন,

তোমায় আপন করে পাওয়া..

পৃথিবীতে প্রথমত আসা,

দ্বিতীয়ত এসে চলে যাওয়া..

এই তুমি আমি,নইকো দু জনা

এক ই প্রাণ,এক ই মন,

এই দেহ মরে,যাবে জানি ঝরে,

দূরে যদি রও কিছুক্ষণ,

এই তুমি আমি,নইকো দুজনা

এক ই প্রাণ,এক ই মন,

এই দেহ মরে,যাবে জানি ঝরে,

দূরে যদি রও কিছুক্ষণ,

আর নেই কো বলার,

কোন পথ চলার

তোমার পাণে শু্ধু চাওয়া..

পৃথিবীতে প্রথমত আসা,

দ্বিতীয়ত এসে চলে যাওয়া,

আর..তৃতীয় কারণ,

নেই বলতে বারন,

তোমায় আপন করে পাওয়া..

পৃথিবীতে প্রথমত আসা,

দ্বিতীয়ত এসে চলে যাওয়া,

আর তৃতীয় কারণ,

নেই বলতে বারন,

তোমায় আপন করে পাওয়া..

পৃথিবীতে প্রথমত আসা,

দ্বিতীয়ত এসে চলে যাওয়া..

ধন্যবাদ সবাইকে

Mais de Shakib khan

Ver todaslogo

Você Pode Gostar