menu-iconlogo
huatong
huatong
avatar

কেমন করে দেখবো তোমার মুখ

shanto শান্তhuatong
jsbee000076huatong
Letra
Gravações

আমি কেমন করে দেখবো তোমার মুখ

যখন তোমায় দেখতে ইচ্ছে করে

কেমন করে দেখবো তোমার মুখ

যখন তোমায় দেখতে ইচ্ছে করে

তুমি আছো অন্যের ঘরে বুকটা আমার শূন্য করে

তোমার জন্য মনটা আমার কেঁদে কেঁদে মরে রে

কেমন করে দেখবো তোমার মুখ

যখন তোমায় দেখতে ইচ্ছে করে

মিউজিক

দুঃখ সুখের কথা আমি বলবো কার কাছে

তুমি ছাড়া এই জীবনে কে বা আমার আছে

মিউজিক

একটু অপেক্ষা করুন

দুঃখ সুখের কথা আমি বলবো কার কাছে

তুমি ছাড়া এই জীবনে কে বা আমার আছে

তোমার কথা মনে হলে

দুচোখ আমার ভাসে জলে

জীবন আমার দিলে তুমি ব্যাথার নিলে ভোরে রে

কেমন করে দেখবো তোমার মুখ...

যখন তোমায় দেখতে ইচ্ছে করে

মিউজিক

স্বপ্ন আমার ভেঙ্গে দিয়ে আছো যার বুকে

কষ্ট পাব শুনব যখন নেই তুমি সুখে

মিউজিক একটু অপেক্ষা করুন

স্বপ্ন আমার ভেঙ্গে দিয়ে আছো যার বুকে

কষ্ট পাব শুনব যখন নেই তুমি সুখে

আমি তোমায় ভালবেসে

দুঃখ পেলাম অবশেষে

তবুও তোমায় সারা জীবন রাখবো বুকে ধরে রে

কেমন করে দেখবো তোমার মুখ

যখন তোমায় দেখতে ইচ্ছে করে

আমি কেমন করে দেখবো তোমার মুখ

যখন তোমায় দেখতে ইচ্ছে করে

তুমি আছো অন্যের ঘরে বুকটা আমার শূন্য করে

তোমার জন্য মনটা আমার কেঁদে কেঁদে মরে রে

কেমন করে দেখবো তোমার মুখ

যখন তোমায় দেখতে ইচ্ছে করে

ধন্যবাদ সবাইকে

Você Pode Gostar

কেমন করে দেখবো তোমার মুখ de shanto শান্ত – Letras & Covers