menu-iconlogo
huatong
huatong
avatar

O Bondhu Lal Golapi,ও বন্ধু লাল গোলাপি

Sharif Uddinhuatong
tishayousifhuatong
Letra
Gravações
ও বন্ধু লাল গোলাপী,

ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে,

এসো,এসো বুকে রাখি গো তোরে

এসো, এসো বুকে রাখি গো তোরে

ও বন্ধু লাল গোলাপী,

ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে,

এসো এসো বুকে রাখি গো তোরে

এসো এসো বুকে রাখি গো তোরে

তুমি বন্ধু হইলে আমার,

নাইতো কিছু বাকি পাওয়ার

তুমি আমি দু’জন মিলে

সাজাইবো সুখের সংসার

তুমি বন্ধু হইলে আমার,

নাইতো কিছু বাকি পাওয়ার

তুমি আমি দু’জন মিলে

সাজাইবো সুখের সংসার

সাজাইবো সুখের সংসার

তুমাকে পাইলে সুখি,

তুমাকে পাইলে সুখি

হইবো রে,

এসো এসো বুকে রাখি গো তোরে

এসো এসো বুকে রাখি গো তোরে

ফুল ও সজ্জা সাজাইবো,

প্রেম ও পাসা খেলাইবো

আমার মনের যত গুপন

আসা সবই মিটাইবো

TSM

ফুল ও সজ্জা সাজাইবো,

প্রেম ও পাসা খেলাইবো

আমার মনের যত গুপন

আসা সবই মিটাইবো,

আসা সবই মিটিইবো,

রাখিবো তোরে আমার

রাখিবো তোরে আমার, আদরে

এসো এসো বুকে রাখি গো তোরে

এসো এসো বুকে রাখি গো তোরে

ও বন্ধু লাল গোলাপী,

ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে,

এসো এসো বুকে রাখি গো তোরে

এসো, এসো বুকে রাখি গো তোরে

ও বন্ধু লাল গোলাপী,

ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে,

এসো এসো বুকে রাখি গো তোরে

এসো এসো বুকে রাখি গো তোরে

Mais de Sharif Uddin

Ver todaslogo

Você Pode Gostar