menu-iconlogo
huatong
huatong
shawon-gaanwala-pronoy-chaya-cover-image

Pronoy Chaya

Shawon Gaanwalahuatong
poalerohuatong
Letra
Gravações
কেন থাকিস গোমড়া মুখে?

তোর হাসিতেই হাসছি সুখে

বাসছি ভালো শুধুই তোকে আমি

নরম সুরের একটু দোলায়

মন ভরে যায় একটু ছোঁয়ায়

তুই ছাড়া হাজার ভিড়ে একা আমি

ও, কেন থাকিস গোমড়া মুখে?

তোর হাসিতেই হাসছি সুখে

বাসছি ভালো শুধুই তোকে আমি

নরম সুরের একটু দোলায়

মন ভরে যায় একটু ছোঁয়ায়

তুই ছাড়া হাজার ভিড়ে একা আমি

আয় ফিরে আয় আমারই বুকে

জড়িয়ে রাখি মন আবেগে

আয় কাছে আয়, দুটি চোখে

শুধু স্বপ্ন দেখে মন তোর আশাতে

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

শুধু স্বপ্ন দেখে মন তোর আশাতে

দেখা হবে কি না জানে না মন

খুঁজে দিশেহারা হবো যখন

আশেপাশে আমি শুধু তোকেই চাই

কী জানি কীসের হলো মায়া

অবুঝ এ মনে প্রণয় ছায়া

খুব ভোরে চোখ খুলে তোকেই চাই

দেখা হবে কি না জানে না মন

খুঁজে দিশেহারা হবো যখন

আশেপাশে আমি শুধু তোকেই চাই

কী জানি কীসের হলো মায়া

অবুঝ এ মনে প্রণয় ছায়া

খুব ভোরে চোখ খুলে তোকেই চাই

আয় ফিরে আয় আমারই বুকে

জড়িয়ে রাখি মন আবেগে

আয় কাছে আয়, দুটি চোখে

শুধু স্বপ্ন দেখে মন তোর আশাতে

কেন থাকিস গোমড়া মুখে?

তোর হাসিতেই হাসছি সুখে

বাসছি ভালো শুধুই তোকে আমি

নরম সুরের একটু দোলায়

মন ভরে যায় একটু ছোঁয়ায়

তুই ছাড়া হাজার ভিড়ে একা আমি

আয় ফিরে আয় আমারই বুকে

জড়িয়ে রাখি মন আবেগে

আয় কাছে আয়, দুটি চোখে

শুধু স্বপ্ন দেখে মন তোর আশাতে

আয় ফিরে আয় আমারই বুকে

জড়িয়ে রাখি মন আবেগে

আয় কাছে আয়, দুটি চোখে

শুধু স্বপ্ন দেখে মন তোর আশাতে

আয় ফিরে আয়, আয় ফিরে আয়

শুধু স্বপ্ন দেখে মন তোর আশাতে

Mais de Shawon Gaanwala

Ver todaslogo

Você Pode Gostar