menu-iconlogo
logo

Keu Thake Na Chirodin Sathe

logo
Letra
যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে

আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে

তোমার ঘরের পুতুলগুলো তখন

চুপ-অভিমানে ঘরে ফিরে যায় ভাঙ্গা মনে

তাইতো রাত আমায় বলে

তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে

কেউ থাকে না চিরদিন সাথে

যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে

ভেঙ্গে পড়োনা এই রাতে

ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায়?

সে কি খুব কাছের তারাটা তোমার?

সে কি করেছে অভিমান আবার?

হঠাৎ সে চলে গেছে, শূন্যতা যেন এ ঘরে

তাইতো রাত আমায় বলে

তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে

কেউ থাকে না চিরদিন সাথে

যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে

ভেঙ্গে পড়োনা রাতে

তুমি ভেঙ্গে পড়োনা এইভাবে

কেউ থাকে না চিরদিন সাথে

যদি কাঁদো এভাবে, তার ঘুম ভেঙ্গে যাবে

ভেঙ্গে পড়োনা এই রাতে

Keu Thake Na Chirodin Sathe de Sheikh Mahim Edward – Letras & Covers