menu-iconlogo
huatong
huatong
avatar

Gram Chara Oi Rangamatir Poth

Shironamhinhuatong
★彡Kᴀᴍʀᴜʟ彡★🌷গানভুবনhuatong
Letra
Gravações
গ্রামছাড়া ঐ রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ঐ রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

ওরে কার পানে মন হাত বাড়িয়ে

লুটিয়ে যায় ধুলায় রে

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ঐ রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

বাংলা গানের ভুবন ফ্যামিলি।

ও যে আমায় ঘরের বাহির করে

পায়ে পায়ে পায়ে ধরে

মরি হায় হায় রে

ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে

যায় রে কোন চুলায় রে

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ঐ রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

ও কোন বাঁকে কি ধন দেখাবে

কোনখানে কি দায় ঠেকাবে

কোন বাঁকে কি ধন দেখাবে

কোনখানে কি দায় ঠেকাবে

কোথায় গিয়ে শেষ মেলে যে

ভেবেই না কুলায় রে

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ঐ রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

আমার মন ভুলায় রে

আমার মন ভুলায় রে

Mais de Shironamhin

Ver todaslogo

Você Pode Gostar

Gram Chara Oi Rangamatir Poth de Shironamhin – Letras & Covers