menu-iconlogo
huatong
huatong
avatar

Valobasha Megh

Shironamhinhuatong
moyedrummerdennishuatong
Letra
Gravações
মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে

বৃষ্টির নাম জল হয়ে যায়

জল উড়ে উড়ে আকাশের গায়ে

ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়

ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে

চেনা অচেনা হিসেব মেলা

ভালবাসা তাই ভিজে একাকার

ভেজা মন থাক রোদের আশায়

ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস

যেমন থাকে স্নিগ্ধ গাংচিল

চুপি চুপি রোদ উঁচু নীচু মেঘ

সারি সারি গাড়ি দূরে দূরে বাড়ি……

নিভু নিভু আলো,চুপচাপ সব

কনকন শীতে ছমছম ভয়

সংলাপ সব পড়ে থাক বৃষ্টিতে মন ভিজে যাক

ভালবাসা মেঘ হয়ে যাক

ঘূরে ঘূরে যদি দূরে দূরে তবু

মেঘে মেঘে থাক ভালবাসা

ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস

যেমন থাকে স্নিগ্ধ গাংচিল

মেঘ ঝড়ে ঝড়ে

জল উড়ে উড়ে

ভালবাসা তাই ভেজা মন থাক

মেঘ ঝড়ে ঝড়ে

জল উড়ে উড়ে

ভালবাসা তাই ভেজা মন থাক

ভালবাসা তাই ভিজে একাকার

ভেজা মন থাক রোদের আশায়

ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস

যেমন থাকে স্নিগ্ধ গাংচিল

ঝিরিঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়

লাল লাল ফুলে ছুটে ছুটে চলা,...

আধো আলো ছায়া, গুনগুন গাওয়া

পুরোনো দিনের গল্প বলা...

সংলাপ সব পড়ে থাক বৃষ্টিতে মন ভিজে যাক

ভালবাসা মেঘ হয়ে যাক

ঘরে ফেরা পথে নিরবে নিভৃতে

মেঘে মেঘে থাক ভালবাসা

ইচ্ছে হলে ভালবাসিস না হয় থাকিস

যেমন থাকে স্নিগ্ধ গাংচিল

Mais de Shironamhin

Ver todaslogo

Você Pode Gostar

Valobasha Megh de Shironamhin – Letras & Covers