menu-iconlogo
huatong
huatong
avatar

O Sokhi Tumi Jayona

Shohaghuatong
pallmall_starhuatong
Letra
Gravações
ও সখী, তুমি যাইয়ো না, আমায় একা কইরো না

প্রেমের বাঁধন ভাইঙ্গা তুমি একলা পরে কাইন্দো না

প্রেমের বাঁধন ভাইঙ্গা তুমি একলা পরে কাইন্দো না

ও সখী, তুমি যাইয়ো না, আমায় একা কইরো না

আমার পিরিত ভুইলা তুমি অন্যের ঘরে যাইয়ো না

আমার পিরিত ভুইলা তুমি অন্যের ঘরে যাইয়ো না

ও সখী, তুমি যাইয়ো না

রেশমি চুড়ি, খোঁপায় গোলাপ দিয়াছি তোমায়

বইলাছিলে, "কোনোদিনও ছাইড়ো না আমায়"

রেশমি চুড়ি, খোঁপায় গোলাপ দিয়াছি তোমায়

বইলাছিলে, "কোনোদিনও ছাইড়ো না আমায়"

ও সখী, তুমি যাইয়ো না, আমায় একা কইরো না

প্রেমের বাঁধন ভাইঙ্গা তুমি একলা পরে কাইন্দো না

আমার পিরিত ভুইলা তুমি অন্যের ঘরে যাইয়ো না

ও সখী, তুমি যাইয়ো না

চিঠির শেষে লিখতা তুমি "ইতি, তোমার বউ"

এত বছর পরে বলো আমি নই তো কেউ

চিঠির শেষে লিখতা তুমি "ইতি, তোমার বউ"

এত বছর পরে বলো আমি নই তো কেউ

ও সখী, তুমি যাইয়ো না, আমায় একা কইরো না

প্রেমের বাঁধন ভাইঙ্গা তুমি একলা পরে কাইন্দো না

প্রেমের বাঁধন ভাইঙ্গা তুমি একলা পরে কাইন্দো না

ও সখী, তুমি যাইয়ো না, আমায় একা কইরো না

আমার পিরিত ভুইলা তুমি অন্যের ঘরে যাইয়ো না

আমার পিরিত ভুইলা তুমি অন্যের ঘরে যাইয়ো না

ও সখী, তুমি যাইয়ো না

Mais de Shohag

Ver todaslogo

Você Pode Gostar

O Sokhi Tumi Jayona de Shohag – Letras & Covers