menu-iconlogo
huatong
huatong
avatar

নুপুর পরাইয়া দিলাম তোমার দুটি চরনে

Singer Aslamhuatong
98765728975huatong
Letra
Gravações
M. নুপুর পরাইয়া দিলাম

তোমার দুটি চরণে

ছম ছমা ছম বাজবে যখন

পড়বে আমায় স্মরণে

আমার ভালোবাসা গো তুমি

আমার আলো আশা গো তুমি

F. নুপুর পরিয়া নিলাম

রাঙ্গা দুটি চরণে

ছম ছমা ছম বাজবে যখন

পড়বে তোমায় স্বরনে

আমার ভালোবাসা গো তুমি

আমার আলো আশা গো তুমি

M. কাছে না এলে গো, প্রেম

গভীর হয় কি করে

F. মাটির উপর থাকে কিন্তু

বৃক্ষ বাচে শিকড়ে

M. শাড়ী কিনিয়া দিলাম

হ্যা শাড়ী কিনিয়া দিলাম

দেখি যেন পরনে

আমার ভালোবাসা গো তুমি

আমার আলো আশা গো তুমি

F. নুপুর পরিয়া নিলাম

রাঙ্গা দুটি চরণে

ছম ছমা ছম বাজবে যখন

পড়বে তোমায় স্বরনে

আমার ভালোবাসা গো তুমি

আমার আলো আশা গো তুমি

M. কি মায়া লাগিয়া আজ

আমার মন কেড়েছো

F. ভালোবাসা তাবিজ করে

আমায় প্রাণে মেরেছ

M. তুমি না হলে আমার

হ্যা তুমি না হলে আমার

চলে যাব মরনে

F. আমার ভালোবাসা গো তুমি

আমার আলো আশা গো তুমি

M. নুপুর পরাইয়া দিলাম

তোমার দুটি চরণে

ছম ছমা ছম বাজবে যখন

পড়বে আমায় স্মরণে

আমার ভালোবাসা গো তুমি

আমার আলো আশা গো তুমি

F. নুপুর পরিয়া নিলাম

রাঙ্গা দুটি চরণে

ছম ছমা ছম বাজবে যখন

পড়বে তোমায় স্বরনে

আমার ভালোবাসা গো তুমি

আমার আলো আশা গো তুমি

ধন্যবাদ

Mais de Singer Aslam

Ver todaslogo

Você Pode Gostar