menu-iconlogo
huatong
huatong
avatar

Jago Mohon Pritam/জাগো মোহন প্রীতম, সলিল চৌধুরী সুর-মূর্ছনা সবুজ মনের মিউজিক লাইব্রেরী...

SMA's Music Library...huatong
Parthasarathi_SMA🎼🌱huatong
Letra
Gravações
সবুজ মনের মিউজিক লাইব্রেরীর নিবেদন..

জা....গো....

(জাগো……

জাগো……)

অলস শয়ন ছাড়…..

সঙ্কোচ সংহার…….

নবারুণ রঙে রাঙো……

প্রভাত…..আলোর ডমরু যে বাজে……

##############

(জাগ রে জাগ রে জাগ জাগো নবমন্ত্রে

প্রভাত সূর্যের গম্ভীর মন্দ্রে

জাগ রে জাগ রে জাগ রে….

জাগ রে জাগ রে জাগ জাগ)

(জাগ রে জাগ রে জাগ জাগো নবমন্ত্রে

প্রভাত সূর্যের গম্ভীর মন্দ্রে

জাগ রে জাগ রে জাগ রে….

জাগ রে জাগ রে জাগ জাগ)

#################

জাগো মোহন প্রীতম জাগো

জাগো মোহন প্রীতম জাগো

রজনী পোহায়ে গেল

নয়ন কমল মেল

জাগো মোহন প্রীতম

(জাগ রে জাগ রে জাগ জাগো নবমন্ত্রে

প্রভাত সূর্যের গম্ভীর মন্দ্রে

জাগ রে জাগ রে জাগ রে….

জাগ রে জাগ রে জাগ জাগ)

গীতিকার ও সুরকার : শ্রী সলিল চৌধুরী

ছায়াছবি : এক দিন রাতে (১৯৫৬)

তিমির-বিদার করে

এসো হে জ্যোতির্ময়

দূর কর মূঢ়-গ্লানি,

কর দূর সংশয়

(আ…… আ আ আ আ আ)

তিমির-বিদার করে

এসো হে জ্যোতির্ময়

দূর কর মূঢ়-গ্লানি,

কর দূর সংশয়।

অমানিশা-ভ্রান্তি,কর সংক্রান্তি!

জাগো মোহন প্রীতম জাগো

রজনী পোহায়ে গেল

নয়ন কমল মেল

জাগো মোহন প্রীতম...

(আ ….আ…. আ …আ

আকাশে-বাতাসে শোনো

মুক্তির বন্দন

কিসেরই দ্বিধা আজি

কিসেরই এ ক্রন্দন

(আ ….আ…. আ …আ)

আকাশে-বাতাসে শোনো

মুক্তির বন্দন

কিসেরই দ্বিধা আজি

কিসেরই এ ক্রন্দন

দুঃখ বিমোচন,

জাগো ভয় ভঞ্জন

জাগো মোহন প্রীতম জাগো

রজনী পোহায়ে গেল

নয়ন কমল মেল

জাগো মোহন প্রীতম....

কারাওকে মিউজিক ট্র‍্যাক আপলোড : সবুজ মনের মিউজিক লাইব্রেরী....

For সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটি...

করুণাধারায় এসো করুণার কান্তি

পিপাসিত চিত্তের তৃষ্ণার শান্তি

################

করুণাধারায় এসো করুণার কান্তি

পিপাসিত চিত্তের তৃষ্ণার শান্তি

তাপিত-হৃদয়ের সন্তাপ-ভঞ্জন

জাগো মোহন প্রীতম জাগো

রজনী পোহায়ে গেল

নয়ন কমল মেল

জাগো মোহন প্রীতম...

(জাগ রে জাগ রে জাগ জাগো নবমন্ত্রে

প্রভাত সূর্যের গম্ভীর মন্দ্রে

জাগ রে জাগ রে জাগ রে….

জাগ রে জাগ রে জাগ জাগ)

আ আ ……..আ ……..আ …….

সবুজ মনের আড্ডা.....

Mais de SMA's Music Library...

Ver todaslogo

Você Pode Gostar