menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Ja Kisu Harabar Hariye Geche

sohaghuatong
🤦‍♂️_𝐒𝐨𝐡𝐚𝐠_🤦‍♂️huatong
Letra
Gravações
Uploaded

Sohag

গান : আমার যা কিছু হারাবার হারিয়ে গেছে।

শিল্পী : নাসির

M.S.B...Music

আমার যা কিছু হারাবার হারিয়ে গেছে

আর কিছু হারাবার দুঃখ নেই,

Sohag

আমার যা কিছু হারাবার হারিয়ে গেছে

আর কিছু হারাবার দুঃখ নেই,

মনেরি অরণ্য হয়ে গেছে শূন্য

মরুর বুকে যেমন বৃক্ষ নেই

আর কিছু হারাবার দুঃখ নেই

আর কিছু হারাবার দুঃখ নেই,,,,

Sohag

নিঃস্ব হয়ে গেছি যেমন নিঃস্ব করে বৈশাখী ঝড়

আপন করে শেষে করেছো পর

Sohag

নিঃস্ব হয়ে গেছি যেমন নিঃস্ব করে বৈশাখী ঝড়

আপন করে শেষে করেছো পর,

কোন পরাজয় তোমার সে নয়

হৃদয় ভাঙার কোনো সাক্ষ্য নেই

আর কিছু হারাবার দুঃখ নেই

আর কিছু হারাবার দুঃখ নেই,,,,

Sohag

স্বপ্ন ভেঙে গেছে জীবন থমকে আছে

নেই চোখে জল,

জীবন এখন আমার শেষ সম্বল

Sohag

স্বপ্ন ভেঙে গেছে জীবন থমকে আছে

নেই চোখে জল,

জীবন এখন আমার শেষ সম্বল,

তুমি নিশ্চয় পাবে আশ্রয়

শুধু আমার কোন লক্ষ্য নেই,,,,

আর কিছু হারাবার দুঃখ নেই

আর কিছু হারাবার দুঃখ নেই,

আমার যা কিছু হারাবার হারিয়ে গেছে

আর কিছু হারাবার দুঃখ নেই

যা কিছু হারাবার হারিয়ে গেছে

আর কিছু হারাবার দুঃখ নেই,

মনেরি অরণ্য হয়ে গেছে শূন্য

মরুর বুকে যেমন বৃক্ষ নেই

আর কিছু হারাবার দুঃখ নেই

আর কিছু হারাবার দুঃখ নেই।...

..............ধন্যবাদ............

Mais de sohag

Ver todaslogo

Você Pode Gostar