menu-iconlogo
huatong
huatong
avatar

Adho Alo Chayate

Soma Chandrahuatong
justra2huatong
Letra
Gravações
পাট ১ম চেলে দ্বিতীয় মেয়ে

আধো আলো ছায়াতে

কিছু ভালোবাসাতে

আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার

কারো নয় শুধু যে আমার

হো. হো. আধো আলো ছায়াতে

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার

কারো নয় শুধু যে আমার

অপেক্ষা করুন মিউজিক ফলো

করুন

আমারই আকাশে তুমি যে ধ্রুবতারা

তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা

আমারই আকাশে তুমি যে ধ্রুবতারা

তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা

ও জীবনে আর মরণে

আমি যে তোমার...

হো. হো. আধো আলো ছায়াতে

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার

কারো নয় শুধু যে আমার

অপেক্ষা করুন নতুন গান

পেতে আমাকে ফলো করুন

জোছনা ঢালা এই রাত যেন এমনি থাকে

প্রেমেরই স্বপ্ন মহল যেন এমনি থাকে

হো. জোছনা ঢালা এই রাত যেন এমনি থাকে

প্রেমেরই স্বপ্ন মহল যেন এমনি থাকে

আমি আলো হয়ে আসবো

হোকনা অন্ধকার...

হুম. হুম. আধো আলো ছায়াতে

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার

কারো নয় শুধু যে আমার

অপেক্ষা করুন নতুন গান পেতে

আমাকে ফলো করুন

আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে

মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে

আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে

হো. হো. মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে

তুমি ডাকলে

কাছে থাকলে

ভয় নেই হারিয়ে যাওয়ার...

হুম. হুম. আধো আলো ছায়াতে

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার

কারো নয় শুধু যে আমার

হো. হো. আধো আলো ছায়াতে

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার

কারো নয় শুধু যে আমার

কারো নয় শুধু যে আমার

কারো নয় শুধু যে আমার

Mais de Soma Chandra

Ver todaslogo

Você Pode Gostar