menu-iconlogo
huatong
huatong
avatar

মন শুধু মন ছুঁয়েছে Mon Shudhu Mon Chuyeche

Soulshuatong
remecabhuatong
Letra
Gravações
মন শুধু মন ছুঁয়েছে

ও সে তো মুখ খুলেনি o ho....

সুর শুধু সুর তুলেছে o...

ভাষা তো দেয় নি

মন শুধু মন ছুঁয়েছে

ও সে তো মুখ খুলেনি o ho...

সুর শুধু সুর তুলেছে o...

ভাষা তো দেয় নি

মন শুধু মন ছুঁয়েছে

চোখের দৃষ্টি যেন....

মনের গীতি কবিতা....

বুকের ভালোবাসা....

যেথায় রয়েছে গাঁথা.....

চোখের দৃষ্টি যেন......

মনের গীতি কবিতা.....

বুকের ভালোবাসা.....

যেথায় রয়েছে গাঁথা....

আমিতো সেই কবিতা পড়েছি ho....

মনে মনে সুর দিয়েছি ho...

কেউ জানে নি

মন শুধু মন ছুঁয়েছে

যখনি তোমার চোখে.....

আমার মুখ খানি দেখি.....

স্বপনও কুসুম থেকে......

হৃদয়ে সুরভি মাখি......

যখনি তোমার চোখে.....

আমার মুখ খানি দেখি......

স্বপনও কুসুম থেকে.....

হৃদয়ে সুরভি মাখি.....

তুমি কি সেই সুরভি পেয়েছো ho.....

স্বপনের দ্বার খুলেছো ho...

কিছু জানিনি

মন শুধু মন ছুঁয়েছে

ও সে তো মুখ খুলেনি o ho...

সুর শুধু সুর তুলেছে o....

ভাষা তো দেয় নি

মন শুধু মন ছুঁয়েছে

Mais de Souls

Ver todaslogo

Você Pode Gostar