menu-iconlogo
huatong
huatong
avatar

Ogo Abar Natun Kore ওগো আবার নতুন করে

Srikanto Acharyahuatong
mikeshroyerhuatong
Letra
Gravações

ওগো আবার নতুন করে

ভুলে যাওয়া নাম ধরে ডেকো না

হারানো স্বপন চোখে একো না।

ওগো আবার নতুন করে

ভুলে যাওয়া নাম ধরে ডেকো না

হারানো স্বপন চোখে একো না।

ঝরা মালা বুকে তুলে নিয়ে

স্মৃতির সুরভী ঢেলে দিয়ে

ঝরা মালা বুকে তুলে নিয়ে

স্মৃতির সুরভী ঢেলে দিয়ে

ফাগুনের গান মনে রেখো না

হারানো স্বপন চোখে একো না।

ওগো আবার নতুন করে

ভুলে যাওয়া নাম ধরে ডেকো না

হারানো স্বপন চোখে একো না।

আবার মাধবীলতা বাতাসে

চেয়ো না ওগো দোলাতে।

আবার মাধবীলতা বাতাসে

চেয়ো না ওগো দোলাতে।

যে ব্যাথা নিয়েছি মেনে

অকারণে এসো না তা ভোলাতে

যে আশা হয়েছে ওগো মিছে

শুধু আলেয়ার পিছে পিছে।

যে আশা হয়েছে ওগো মিছে

শুধু আলেয়ার পিছে পিছে।

সমব্যাথা দিয়ে তারে রেখো না

হারানো স্বপন চোখে একো না।

ওগো আবার নতুন করে

ভুলে যাওয়া নাম ধরে ডেকো না

হারানো স্বপন চোখে একো না।

ওগো আবার নতুন করে

ভুলে যাওয়া নাম ধরে ডেকো না

হারানো স্বপন চোখে একো না।

Mais de Srikanto Acharya

Ver todaslogo

Você Pode Gostar

Ogo Abar Natun Kore ওগো আবার নতুন করে de Srikanto Acharya – Letras & Covers