menu-iconlogo
huatong
huatong
avatar

Roktim Shinghashon

Stoic Blisshuatong
czdaeq31huatong
Letra
Gravações
শতাব্দীর প্রান্তে দাঁড়িয়ে আজ

ধরে আছি আমি এই আমার

আঁকড়ে আছি কলঙ্কের সেই রক্তিম সিংহাসন

হাজার ক্ষুব্ধ কলহের পর

উগ্র শ্বাস শুনে ডুবে গেছে বালুচর

ক্ষীপ্ত পৃথিবীর অভিশাপে

কেউ আপন আর কেউ পর

কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন

ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন

দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেবো অবাধ সুখ

চাইনা কোন মিছে আশা

ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক

এখন আমি একা আবার গড়ে

তুলবো পৃথিবীকে নতুন করে

সাজিয়ে দেবো স্রষ্টার আলোকে

অপরুপ এ প্রহর

চাঁদমামা চাঁদমামা কোথায় তুমি

হারিয়ে গেলে মেঘের আকাশে

জ্বলন্ত চিতার আগুনে তারা জ্বলবে বাতাসে

তবু হাল ছাড়েনি সেই পাহাড়ি মেয়ে

চোখটা আবেগে ছলছলে

করছে প্রার্থনা ও চাঁদমামা

ফিরে কবে আসবে?

কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন

ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন

দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেবো অবাধ সুখ

চাইনা কোন মিছে আশা

ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক

কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন

ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন

দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেবো অবাধ সুখ

চাইনা কোন মিছে আশা

ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক

Mais de Stoic Bliss

Ver todaslogo

Você Pode Gostar

Roktim Shinghashon de Stoic Bliss – Letras & Covers