menu-iconlogo
huatong
huatong
avatar

Jibano maraner Simana Charaye - HD (Stk)

Subhadip_Stkhuatong
★Subhadip_Stk™huatong
Letra
Gravações
Song: Jibono Moroner Shimana Charaye

Singer: Lopamudra Mitra

Album: Kaan Pete Roi

Track on Sm: Subhadip

=================

জীবন মরণের সীমানা ছাড়ায়ে

বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে..

জীবন মরণের সীমানা ছাড়ায়ে

বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে..

জীবন মরণের।

Track type: Original HD

Track by: Subhadip

Follow: Subhadip_Stk

এ মোর হৃদয়ের বিজন আকাশে

তোমার মহাসন আলোতে ঢাকা সে,

গভীর কী আশায় নিবিড় পুলকে

তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে..,

জীবন মরণের সীমানা ছাড়ায়ে

বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে..

জীবন মরণের।

Karaoke: Subhadip(dodo)

Follow me on Sm:

Subhadip_Stk

নীরব নিশি তব চরণ নিছায়ে

আঁধার কেশভার দিয়েছে বিছায়ে,

নীরব নিশি তব চরণ নিছায়ে

আঁধার কেশভার দিয়েছে বিছায়ে,

আজি এ কোন গান নিখিল প্লাবিয়া

তোমার বীণা হতে আসিল নামিয়া,

ভুবন মিলে যায় সুরের রণনে

গানের বেদনায় যাই যে হারায়ে,

জীবন মরণের সীমানা ছাড়ায়ে

বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে..

জীবন মরণের..।

====Thank You===

Stk Stereo

Mais de Subhadip_Stk

Ver todaslogo

Você Pode Gostar