লালন গীতি
কণ্ঠঃ শফি মন্ডল
পছন্দঃ রাশেদ (চন্দ্রবিন্দু পরিবার)
আপলোডঃ শুভ (এম.এম.এস পরিবার)
গুরু গো ...
গুরু গো ... ...
--- --- ---
বেদ বিধির পর শাস্ত্র কানা
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার।।
মিউজিক...
এক কানা কয় আর এক কানা রে
চলো এবার ভব পারে
এক কানা কয় আর এক কানা রে
চলো এবার ভব পারে
নিজে কানা পথ চেনে না
--- --- ---
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারং বার
এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার।।
মিউজিক...
পন্ডিত কানা অহংকারে
মাতবর কানা চুগলখোরে
পন্ডিত কানা অহংকারে
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গাড়ে
--- --- ---
আন্দাজে এক খুঁটি গাড়ে
জানেনা সীমানা কার
এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার।।
মিউজিক...
কানায় কানায় ওলা মেলায়
বোবাতে খায়... রসগোল্লা গো
হায় হায় বোবাতে খায় রসগোল্লা গো
আবার তেমনি লালন মদনা কানা
--- --- ---
তেমনি লালন মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার।।
ধন্যবাদ।