menu-iconlogo
huatong
huatong
subir-nandi--cover-image

কত যে তোমাকে বেসেছি ভালো

Subir Nandihuatong
misticnitehuatong
Letra
Gravações
কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো

হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো

আমি যে তোমার তুমি মানতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম

যত দেখি তৃষ্ণা মেটে না

যত দেখি তৃষ্ণা মেটে না

ভীরু দু'টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে

হাসলেই ঝরে পরে জোছনা

হাসলেই ঝরে পরে জোছনা

আমি এই রূপ দেখে দেখে মরতে পারি

তেমনি পারি ওগো বাঁচতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

গানটা ওসি করলে প্লিজ আমার

ইনবক্সে দিবেন গানের শেষে

একটা লাইক দিতে ভুলবেননা

ঐ কালো কেশ তুমি ছড়ালে যখন

মেঘেরাও পেলো যেন লজ্জা...

মেঘেরাও পেলো যেন লজ্জা

আকাশের তাঁরাগুলো

বাসর সাজিয়ে দিলো

মধুময় হলো ফুলসজ্জা...

মধুময় হলো ফুলসজ্জা

ওগো এই রাত কভু যদি শেষ না হতো

জীবন বেলার শেষ প্রান্তে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো

আমি যে তোমার তুমি মানতে

সে কথা তুমি যদি জানতে

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে

আ....আ...আ...

হা....হা...হা...

হুম....হুম...হুম...

আহা....আহা...আহা...

Mais de Subir Nandi

Ver todaslogo

Você Pode Gostar