menu-iconlogo
huatong
huatong
subir-sen-ato-sur-r-ato-gaan-cover-image

Ato Sur R Ato Gaan

Subir Senhuatong
opiumeopiumehuatong
Letra
Gravações

এত সুর আর এত গান

যদি কোনদিন থেমে যায়

সেইদিন তুমিও তো ওগো

জানি ভুলে যাবে আমায়

এত সুর আর এত গান...

কতদিন আর এ জীবন

কত আর এ মধুলগন

কতদিন আর এ জীবন

কত আর এ মধলগন

তবুও তো পেয়েছি তোমায়

তবুও তো পেয়েছি তোমায়

জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এতো গান....

আমি তো গেয়েছি সেই গান

যে গানে দিয়েছিলে প্রাণ,

আমি তো গেয়েছি সেই গান

যে গানে দিয়েছিলে প্রাণ,

ক্ষতি নেই আজ কিছু আর

ভুলেছি যত কিছু তার

ক্ষতি নেই আজ কিছু আর

ভুলেছি যত কিছু তার

এ জীবনে সবই যে হারায়,

এ জীবনে সবই যে হারায়

জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এত গান

যদি কোনদিন থেমে যায়

সেইদিন তুমিও তো ওগো

জানি ভুলে যাবে আমায়

এত সুর আর এত গান

Mais de Subir Sen

Ver todaslogo

Você Pode Gostar