menu-iconlogo
huatong
huatong
avatar

Aito Jodi Praner Bondhu

Sultana Yeasmin Lailahuatong
rhomstadmmmwhuatong
Letra
Gravações
**স্বাগতম ভালোবাসার বন্ধনে**

আপলোড & চয়েজ বাই সাইফ হাসান

*****রেডি হোন*****

1..আইতো যদি প্রাণের বন্ধু

দুঃখ রইতো না, হায় হায়

আইতো যদি প্রাণের বন্ধু

দুঃখ রইতো না..

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু

আইলোনা...

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু

আইলোনা...

2..আইতো যদি প্রাণের বন্ধু

দুঃখ রইতো না, হায় হায়

আইতো যদি প্রাণের বন্ধু

দুঃখ রইতো না..

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু

আইলোনা...

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু

আইলোনা...

**আপলোড & চয়েজ বাই সাইফ হাসান**

*****রেডি হোন*****

3..বৈশাখ মাসে কাঠাল পাকে, জৈষ্ঠ্যে?মাসে আম,

ওরে কার মুখে তুলিয়া দিতাম ঘরেতে নাই শ্যাম,

এবার জৈষ্ঠ্য মাস চলিয়া গেল আইলোরে আষাঢ়,

ওরে আভাগীনির চেংড়া বন্ধু না জানে সাতার,

আমি ভাদ্র মাসে তালের পিঠা কারে বা খাওয়াই,

ওরে ডাইনে বামে চাইয়া দেখি

আমার মনের মানুষ নাই, হায় হায়

4Sec

আমি ডাইনে বামে চাইয়া দেখি

আমার মনের মানুষ নাই, বন্ধু

আইলোনা আইলোনা আমারে দেখিতে বন্ধু

আইলোনা...

বন্ধু আইলোনা আইলোনা আমারে দেখিতে বন্ধু

আইলোনা...

*আপলোড & চয়েজ বাই সাইফ হাসান*

*****রেডি হোন*****

4..এবার ভাদ্র মাস চলিয়া গেল আইলোরে আশ্বিন,

আমি গোয়াল ঘরে যাইয়া দেখি গাই হইছে গাবিন,

এবার গাই বিয়াইলো দুধে হইল মাখন আর ছানা,

ওরে কত মানুষ খাইয়া গেল প্রান বন্ধু খাইলোনা,

আশ্বিন মাস চলিয়া গেল আইলোরে কার্তিক,

ওরে যৌবনেরও জ্বালা আরো বেড়েছে অধিক,

কার্তিক গেল অগ্রায়ন মাসে পাকলো আমন ধান

ওরে কই রইলো কই রইল আমার বন্ধু কালাচাঁন,

আমি নতুন ধানে ভাজলাম সইরে.চিড়া.. মুড়ি খই..

ওরে গাছের পাকা সবরি কলা গামছায় বান্ধা দই,

4Sec

গাছের পাকা সবরি কলা গামছায় বান্ধা দই,

বন্ধু আইলোনা আইলোনা আমারে দেখিতে বন্ধু

আইলোনা...

বন্ধু আইলোনা আইলোনা আমারে দেখিতে বন্ধু

আইলোনা...

*আপলোড & চয়েজ বাই সাইফ হাসান*

*****রেডি হোন*****

5..অগ্রায়ন মাস চলিয়া গেল শীতে দিল দেখা,

ওরে বাসর সাজাইয়া আমি নিশি কাটাই একা,

এবার মাঘ মাসে আসত যদি না লাগিত কাথাঁ,

ওরে বন্ধরে বুকে জরাইয়া কইতাম মনের কথা,

এবার মাঘ মাস চলিয়া গেল আইলরে ফাল্গুন,

ওরে ঘুষিয়া ঘুষিয়া জ্বলে পিরিতের আগুন,

ফাল্গুন মাস চলিয়া গেল আইলো চৈত্রমাস

ওরে ঘরের ধান ফুরাইয়া গেছে থাকি উপবাস,

এবার বার মাসের ষড়ঋতু পার হইয়া যায়...

ওরে সুনিলেরই যৌবন গেল প্রাণ বন্ধুর আশায়,হায় হায়

4Sec

সুনিলেরই যৌবন গেল প্রাণ বন্ধুর আশায়,

বন্ধু আইলোনা আইলোনা আমারে দেখিতে বন্ধু

আইলোনা...

বন্ধু আইলোনা আইলোনা আমারে দেখিতে বন্ধু

আইলোনা...

6..আইতো যদি প্রাণের বন্ধু

দুঃখ রইতো না, হায় হায়

আইতো যদি প্রাণের বন্ধু

দুঃখ রইতো না..

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু

আইলোনা...

বন্ধু আইলোনা আইলোনা

আমারে দেখিতে বন্ধু

আইলোনা...

আমারে দেখিতে বন্ধু আইলোনা

আমারে দেখিতে বন্ধু আইলোনা

Mais de Sultana Yeasmin Laila

Ver todaslogo

Você Pode Gostar