menu-iconlogo
huatong
huatong
avatar

sorboto mongolo radhe

Sumi Mirzahuatong
payday_starhuatong
Letra
Gravações
সর্বত মঙ্গল লো রাধে বিনোদিনী রাই

বৃন্দাবনের বংশীধারী ঠাকুরও কানাই

একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়

পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চাই

জল ভর জল ভর রাধে,ও গোয়ালের ঝি

কলস আমার পূর্ণ কর রাধে বিনোদি

কালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে চাই

বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পাই

কালো কালো করিস না লো,ও গোয়ালের ঝি

আমায় বিধাতা গড়েছে কালো আমি করব কী

এক কালো যমুনার জল,সর্ব প্রাণী খায়

আরেক কালো আমি কৃষ্ণ,সকল রাধে চাই

এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল

সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল

ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল

মোরাম মোরাম বলে রাধে জমিনে পড়িলো

মরবেনা মরবেনা রাধে,মন্ত্র ভালো জানি

দুই এক খানা ঝাড়া দিলেই বিষ করিবো পানি

এমনো অঙ্গেরও বিষ যে ঝাড়িতে পারে

সোনার এই যৌবনখানি দান করিব তারে...

এই কথা শুনিয়া কানাই বিষ ঝারিয়া দিল

ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল

গৃহবাসে যেয়ে রাধে আঁড়ে বিছায় চুল

কদমতলায় থাইকা কানাই ফিককা মারে ফুল

বিয়া নাকি করো কানাই, বিয়া নাকি করো

পরেরও রমণী দেখে জ্বালায় জ্বলে মরো

বিয়া তো করিব রাধে,বিয়া তো করিব

তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাব

আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও

গলায় কলসি বেঁধে যমুনাতে যাও

কোথায় পাব হার কলসি, কোথায় পাব দড়ি

তুমি হও যমুনা রাধে,আমি ডুইবা মরি

আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও

গলায় কলসি বেঁধে যমুনাতে যাও

কোথায় পাব হার কলসি, কোথায় পাব দড়ি

তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি

তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি

তুমি হও যমুনা রাধে..

আমি ডুইবা মরি....

Mais de Sumi Mirza

Ver todaslogo

Você Pode Gostar

sorboto mongolo radhe de Sumi Mirza – Letras & Covers