menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi bondhu krishno hole

Sumi Mirzahuatong
JhumaKamilahuatong
Letra
Gravações
তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা

তোমার আমার প্রেম পিরিতি

একই সুতাই বাঁধা

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা

তোমার আমার প্রেম পিরিতি

একই সুতাই বাঁধা

▒▒░░░🅷🆀™░░░▒▒

বৃন্দাবনে যখন তুমি বাঁশরী বাজাও

বাঁশির সুরে পাগলিনি আমারে বানাও

বৃন্দাবনে যখন আমি বাঁশরী বাজাই

বাঁশির সুরে পাগলিনি তোমারে বানাই

তোমার ডাকের সাড়া দিতে পথে পথে বাঁধা

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

▒▒░░░🅷🆀™░░░▒▒

যমুনার ঐই কালো জ্বলে দেখি তোমার কায়া

তোমার জন্য বুকে আমার ভীষণ মধুর মায়া

যমুনার ঐই কালো জ্বলে দেখি তোমার কায়া

তোমার জন্য বুকে আমার ভীষণ মধুর মায়া

জগত বাসি জানে সবাই আমি তোমার রাঁধা

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হবো রাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাঁধা

Mais de Sumi Mirza

Ver todaslogo

Você Pode Gostar

Tumi bondhu krishno hole de Sumi Mirza – Letras & Covers