menu-iconlogo
huatong
huatong
avatar

কাম সারছে

Sumi Shabnam/Mr Rizanhuatong
nirelstonichhuatong
Letra
Gravações
মায় করছে মানা

তুই পিরিত করিস না

ভাই করেছে মানা

তুই ডেটিং মারিস না

পাশের বাড়ির চ্যাংড়া আবার

আমায় দেইখা মুচকি

হাইসা সিটি মারতাছে

কাম সারছে

কাম সারছে

কাম সারছে

কাম সারছে রে

লাঠি নিয়া আব্বা আইতাছে

কাম সারছে

কাম সারছে রে

লাঠি নিয়া আব্বা আইতাছে

হায় হায় রে কাম সারছে

আমি কই পলামু কছ নারে

বাইচা থাকলে প্রেম করতে পারুম

তুই না থাকলেও জোসনারে

বাচুম কেমনে কচনারে

এ কলিজায় আমার পানি নাই

আইতাছে তর বাপ লাঠি হাতে

কচ না কে তুই কই পলাই

আমি ছাড়া কোন পোলায়

ক দেইখা রাখবো তরে

আরে বুঝাছ মা কে বাপরে তর

আমি মইরাই জামু ডরে

১০৪ ডিগ্রি জরে

দুই মাস আছিলাম ঘরে

Mais de Sumi Shabnam/Mr Rizan

Ver todaslogo

Você Pode Gostar