রাব্বা....... মওলা......
ওহো ওহ ওও
***Sumon_Titu***
কেন আসে দিন তোকে
কাছে না পাওয়ার,
কেন আসে দিন তোকে
চোখে হারাবার
কি উপায়ে ফেরা যায়
তোর স্বপ্নতে আবার।।
ওরে মন উদাসী
একা ফেলে পালালি কোথায়...
ওরে পরবাসী
ওরে বন্ধু আমার ফিরে আয়,,,।
***Sumon_Titu***
হাসিতে হাসিতে ভুল
ফুরিয়েছে আজ সব,
চলে গেছে ঢলে গেছে
কালকের কলরব
কথা ছিলো সাথে তোর
বলা হলো শেষ না,
খালি খালি চারিপাশ
এ আমার দেশ না
কি উপায় ফেরা যায়
তোর স্বপ্নতে আবার...
ওরে মন উদাসী,
একা ফেলে পালালি কোথায়,,,
ওও ও ওরে পরবাসী
ওরে বন্ধু আমার ফিরে আয় ।
উ উ উ
***Sumon_Titu***
তোর সাথে এসে যেত
ঝর্ণারা কথাদের,
ঝরে গেল কেন আজ
মরশুম পাতাদের,,,
কত না বিকেল ঘুড়ি
উড়িয়েছি দুজনে
চলে আয় চলে আয়
আজ আবার উজানে
কি উপায়ে ফেরা যায়
তোর স্বপ্নতে আবার
ওরে মন উদাসী,
একা ফেলে পালালি কোথায়
ও ও ও ও ওরে পরবাসী
ওরে বন্ধু আমার ফিরে আয়,,,
*ধন্যবাদ সবাইকে?*