menu-iconlogo
huatong
huatong
avatar

মনে রেখো আমার এ গান

sunu nigamhuatong
nina_christina18huatong
Letra
Gravações
F:মনে রেখো আমার এ গান

শুধু মনে রেখো আমার এ গান

শুধু মনে রেখো আমার এ গান

F:কত যে কথা •মনে লুকানো

হয়নি তোমাকে •আজও শুনানো

ও•হয়নি তোমাকে •আজও শুনানো

বলে যায় আমার এ গান

আজ বলে যায় আমার এ গান

মনে রেখো আমার এ গান

শুধু মনে রেখো আমার এ গান

শুধু মনে রেখো আমার এ গান

F:তুমি কি জানো কেউ আড়ালে বসে

আড়ালে বসে লালা•লা •

M:তুমি কি জানো কেউ আড়ালে বসে

তোমাকে জীবন দিয়ে ভালো সে বাসে

তার মনের যত কথা

তার গোপন প্রেমের ব্যাথা

তার মানের যত কথা

তার গোপন প্রেমের ব্যাথা

বলে যায় আমার এ গান •

আজ বলে যায় আমার এ গান

মনে রেখো আমার এ গান

শুধু মনে রেখো আমার এ গান

শুধু মনে রেখো আমার এ গান

Mais de sunu nigam

Ver todaslogo

Você Pode Gostar