আপলোড *বাই*শহিদুল *ইসলাম
এই সেই বুকের জমিন
হৃদয় থাকে যেখানে
পুরোটাই লিখে দিলাম
তুমি থেকো সেখানে
ও-হো -হো তুমি থেকো সেখানে
এই সেই বুকের জমিন
হৃদয় থাকে যেখানে
পুরোটাই লিখে দিলাম
তুমি থেকো সেখানে
ও-হো -হো তুমি থেকো সেখানে
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
মেঘে ঢাকা আঁধার রাতে
ভাসো তুমি চোখের নীলে
চিরদিনের স্বপ্ন তুমি
ধন্য আমি তোমায় পেলে
তোমাকে ছাড়া যে অন্য কিছু
চাইনা আমি জীবনে
এই সেই বুকের জমিন
হৃদয় থাকে যেখানে
পুরোটাই লিখে দিলাম
তুমি থেকো সেখানে
ও-হো -হো তুমি থেকো সেখানে
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
চলার পথে কাটা থাকে
থাকে আবার ফুলের হাসি
চিরসাথী হয়ে তুমি
বল আমায় ভালোবাসি
তোমাকে পেলে যে পূর্ণ আমি
সুখী হবো ভুবনে
এই সেই বুকের জমিন
হৃদয় থাকে যেখানে
পুরোটাই লিখে দিলাম
তুমি থেকো সেখানে
ও-হো -হো তুমি থেকো সেখানে
এই সেই বুকের জমিন
হৃদয় থাকে যেখানে