menu-iconlogo
huatong
huatong
avatar

চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

Syed Abdul Hadihuatong
pauldduncanhuatong
Letra
Gravações
চোখ বুজিলেই দুনিয়া আন্ধার, হায়রে!

চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

কিসের বাড়ি, কিসের ঘর?

কিসের সংসার?

চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

হায়রে! চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

ছয়টি রিপুর কুমন্ত্রণায়,

মত্ত রইলাম ভবের মায়ায়

করলাম শুধু লাভেরও কারবার

ছয়টি রিপুর কুমন্ত্রণায়,

মত্ত রইলাম ভবের মায়ায়

করলাম শুধু লাভেরও কারবার

আইলে ভবে যাইতে হবে,

ভাবলাম না একবার

চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

হায়রে, চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

গড়লো দেহ যে কারিগর,

রাখলাম না তার কোন খবর

হেলায় ফেলায় দিন গেল আমার

গড়লো দেহ যে কারিগর,

রাখলাম না তার কোন খবর

হেলায় ফেলায় দিন গেল আমার

শেষ বিচারের আদালতে

কেমনে পাবো পার?

চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

হায়রে, চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

কিসের বাড়ি, কিসের ঘর?

কিসের সংসার?

চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

হায়রে! চোখ বুজিলেই দুনিয়া আন্ধার

Mais de Syed Abdul Hadi

Ver todaslogo

Você Pode Gostar

চোখ বুজিলেই দুনিয়া আন্ধার de Syed Abdul Hadi – Letras & Covers