menu-iconlogo
huatong
huatong
syed-abdul-hadi--cover-image

তুমি ছাড়া আমি একা

Syed Abdul Hadihuatong
helovesunothuatong
Letra
Gravações
তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

জীবন আমার পায় গো জীবন

তুমি যখন দাও দেখা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

দুটি চোখেই নেই ভাষা নেই

সবই যেন বলা হয়েছে

খরা বুকে নেই আশা নেই

সবই যেন মিটে গিয়েছে

আমি খেয়া তরী যেন তুমি

তুমি তুমি কিনারা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

জীবন আমার পায় গো জীবন

তুমি যখন দাও দেখা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

ভালবাসা রয় জেগে রয়

শত জনমেও মরেনা

কাছে আসা হয় স্মৃতি হয়

কভূ সে বাঁধন ছিঁড়ে না

দূরে গেলে তাঁরা হয়ে দেবে

দেবে দেবে ইশারা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

জীবন আমার পায় গো জীবন

তুমি যখন দাও দেখা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

জীবন আমার পায় গো জীবন

তুমি যখন দাও দেখা

তুমি ছাড়া আমি একা

পৃথিবীটা মেঘে ঢাকা

Mais de Syed Abdul Hadi

Ver todaslogo

Você Pode Gostar