চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে ।
This Song Arranged By Shydur Rahman
সকল কথার মরন হইলে
হৃদয় কথা কয়
সেই কথাও চোখের কাছে
নয়রে গোপন নয়
চোখেরই নাম আরশী নগর
একে একে মনের খবর
চোখেরই নাম আরশী নগর
একে একে মনের খবর
সেতো কইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে ।
This Song Arranged By Shydur Rahman
এই চক্ষুতেই রোদ্রে উঠে
আবার উঠের ঝড়
এই চক্ষুই আপন করে
আবার করে পর
চোক্ষে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়
চোক্ষে যদি কেউ না তাকায়
দুঃখ দিয়া যায় চইলা যায়
সেও সইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে ।
This Song Arranged By Shydur Rahman
চোক্ষের নজর এমনি কইরা
একদিন খইয়া যাবে
জোয়ার ভাটায় পইড়া দুই চোখ
নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে
ও ও ও
পোড়া চোখে যা দেখিলাম
তাই রইয়া যাবে ।
This Song Arranged By Shydur Rahman