menu-iconlogo
huatong
huatong
Letra
Gravações
চারদিক কুয়াশায় ধুয়াশা

হালকা ঠান্ডা ঠান্ডা ভাব

দিন টা থাকব ঘোলা

চিপাত আগুন জালায় লইব তাপ

ভারি কাপর পইরা লাভ নাই

দাতে কিরমির, কুপোকাত

আবার গরম হইবার লিজ্ঞা টানের উপরে পরে টান

চারদিক কুয়াশায় ধুয়াশা

হালকা ঠান্ডা ঠান্ডা ভাব

দিন টা থাকব ঘোলা

চিপাত আগুন জালায় লইব তাপ

ভারি কাপর পইরা লাভ নাই

দাতে কিরমির, কুপোকাত

আবার গরম হইবার লিজ্ঞা টানের উপরে পরে টান

উরকেপারকে

Sweater Jacket চাদর হইব সঙ্গি

পোলাপানে Benny ক্যাপ, চাচা হইলে মাংকি টুপি

দাপট জায়গা কইম্মা হাল্কা বাতাসে ভাই হাড্ডী কাপে

কিন্তু আনন্দ বেদনা করা শীতের মধ্যে তাপে

সকাল বেলা নাস্তা বদলায়, ম্যারা চিতই ভাপা পিঠায়

দুপুর বেলা গোসল বাদে লেপ কম্বলের নিচে থাইক্কা

কাইট্টা জায়গা বিকাল ঘার মুরায়া, পরে আহে সন্ধা

একজোট সব এক লগে জমে আড্ডা লগে Racket খেলা

৮ টা বাজক ১০ টা বাজুক

বাড়ী ফিরতে দেরি

পেরা নাই চিল থাকো ভায়া, বাহানা কিন্তূ ready

বাসায় ফিরে এক প্রশ্ন কিরে দেরি হলো ক্যান

আম্মু ভাইয়া বন্ধু দের সাথে খেলি daily daily

পানি দেখলে করে ডর

Fresh হওয়ার দায়ে হাতাই

খায়া দায়া কই আলহামদুলিল্লাহ

দিন ডা গেলো ভালাই

Back to back লেপের তলে chatting নাইলে youtube

আর চোখটা লাইজ্ঞা পরলে কালকে ১০ টা তুরি এক ঘুম

চারদিক কুয়াশায় ধুয়াশা

হালকা ঠান্ডা ঠান্ডা ভাব

দিন টা থাকব ঘোলা

চিপাত আগুন জালায় লইব তাপ

ভারি কাপর পইরা লাভ নাই

দাতে কিরমির, কুপোকাত

আবার গরম হইবার লিজ্ঞা টানের উপরে পরে টান

চারদিক কুয়াশায় ধুয়াশা

হালকা ধুয়াশা ধুয়াশা

হালকা ধুয়াশা ধুয়াশা

হালকা ধুয়াশা ধুয়াশা

হালকা ধুয়াশা ধুয়াশা

ধুয়াশা ধুয়াশা ধুয়াশা

গরম হইবার লিজ্ঞা টানের উপরে পরে টান

কেউ চাদর jacket sweater গায়ে কফি হাতে নিয়ে

কেউ পাতলা কাথা মুরি দিয়ে রাস্তার ফুটপাতে

মেকানিক রে ফোনে কয় হিটার নাকি কাজ করে না

কিন্তু এদিকে আমরা শীতের চোদনে দারাতে পাচ্ছি না

মাঘে শিতে বাঘের কাপে হাড় সব জাত ই জানে

কারো পৌষ মাস চলে, কারো চলে সর্বনাশে

কেউ কাথা কম্বল মুরায়া এক জাগাত ডিম পারে

অইদিক বাচ্ছা শিশু এক গজ কাপরের অভাবে মরে

৭ টা কোটি জনগনের লিজ্ঞা ৭ কোটি কাথা

সবার কাছে বিলায় দিয়া ক্রেতা নিজেই শেষে ফাকা

এই হইল জনগণ আর এইডারে কয় বাঙালি

নিজের বুঝটা আগে আরেকজনের লগে পৈতালি

কুয়াশায় ধুয়াশা

হালকা ঠান্ডা ঠান্ডা ভাব

দিন টা থাকব ঘোলা

চিপাত আগুন জালায় লইব তাপ

ভারি কাপর পইরা লাভ নাই

দাতে কিরমির, কুপোকাত

আবার গরম হইবার লিজ্ঞা টানের উপরে পরে টান

চারদিক কুয়াশায় ধুয়াশা

হালকা ধুয়াশা ধুয়াশা

হালকা ধুয়াশা ধুয়াশা

হালকা ধুয়াশা ধুয়াশা

হালকা ধুয়াশা ধুয়াশা

ধুয়াশা ধুয়াশা ধুয়াশা

গরম হইবার লিজ্ঞা টানের উপরে পরে টান

Mais de Syed hassan Samin/Syed Ziqrul Hossain Toton/Syed Nafiul Hussain (SHADHOKINZ)

Ver todaslogo

Você Pode Gostar