menu-iconlogo
huatong
huatong
syed-omy-ghum-na-asha-rate-cover-image

Ghum Na Asha Rate

Syed Omyhuatong
sampicgilleshuatong
Letra
Gravações
ঘুম না আসা রাতে, তুমি আমার কল্পনাতে

জোছনা মাখা চাঁদে, তুমি আমার বন্দনাতে

ঘুম না আসা রাতে ,তুমি আমার কল্পনাতে

জোছনা মাখা চাঁদে ,তুমি আমার বন্দনাতে

এসে তুমি দাও দেখা

এভাবে কি যায় থাকা

আছি আমি কাছাকাছি ,তোমার অপেক্ষাতে,,

ঘুম না আসা রাতে তুমি আমার কল্পনাতে

জোছনা মাখা চাঁদে ,তুমি আমার বন্দনাতে।

ঘুম আসা না রাতে তুমি আমার কল্পনাতে

জোছনা মাখা চাঁদে ,তুমি আমার বন্দনাতে

বলোনা কিভাবে, তোমারি অভাবে

রাখি সামলে আমায়

সেদিনেরও স্মৃতি, দেয় না তো ছুটি

শুধু বিরহে পোড়া

থাকেল তুমি দূরে ,লাগে সবি এলোমেলো

বাসলে তুমি ভালো ,কাছে এসে কিছু বলো

ঘুম না আসা রাতে তুমি আমার কল্পনাতে

জোছনা মাখা চাঁদে ,তুমি আমার বন্দনাতে।

ঘুম না আসা রাতে তুমি আমার কল্পনাতে

জোছনা মাখা চাঁদে ,তুমি আমার বন্দনাতে।

একাকী একেলা ,চলে যায় বেলা

থাকি তোমাতে বিভোর

জলে ভেজা আঁখি ,করে ডাকাডাকি

তুমি নাও না খবর

শূন্যতা তুমি আমার

তুমি ছাড়া মন কি বাঁচে

তোমারি অনুভবে ,ক্ষত দাগ বুকের মাঝে

ঘুম না আসা রাতে তুমি আমার কল্পনাতে

জোছনা মাখা চাঁদে, তুমি আমার বন্দনাতে।

ঘুম না আসা রাতে তুমি আমার কল্পনাতে

জোছনা মাখা চাঁদে ,তুমি আমার বন্দনাতে।

Mais de Syed Omy

Ver todaslogo

Você Pode Gostar