menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার পথে চলবো না

Tajreen Gaharhuatong
𝘽𝙚𝙣𝙜𝙖𝙡𝙞71ᶠᵃⁿᵗᵃˢⁱᵃhuatong
Letra
Gravações
Song Name: তোমার পথে চলবো না

Artist: Tajreen Gahar

তুরু রু রু রু তুরু রু রু রু

তুরু রু রু রু তুরু রু রু রু

আর তোমার পথে চলব না

হাত দু'টি আর ধরবো না

তোমার পথে চলবো না

হাত দু'টি আর ধরবো না

দিন ফুরোলেও আগের মতো

তোমায় মনে করবোনা

হৃদয় তো নয় তাসেরই ঘর

ইচ্ছে হলেই করবে পর

যাবেই ভুলে মিষ্টি স্মৃতি

কাঁদলে আকাশে উঠবে ঝড়

হৃদয় তো নয় তাসেরই ঘর

ইচ্ছে হলেই করবে পর

যাবেই ভুলে মিষ্টি স্মৃতি

কাঁদলে আকাশে উঠবে ঝড়

মন তো ভাঙ্গা আয়না নয়

নয় কো পাথর জমবে ক্ষয়

মন তো ভাঙ্গা আয়না নয়

নয় কো পাথর জমবে ক্ষয়

ভালাবাসা শীতল হলে

যায় কি করা মন কে জয়

আ আ আ আ আ আ

আজ বসন্ত নাই চোখ জুড়ে

ঝপসা স্বপ্ন ঐ দূরে

আজ বসন্ত নাই চোখ জুড়ে

ঝপসা স্বপ্ন ঐ দূরে

শ্রাবণ মেঘ ঘুম পেড়েছে

মন বিষাদের নীল সুরে

আর তোমার পথে চলবো না

হাত দু'টি আর ধরবো না

দিন ফুরোলেও আগের মতো

তোমায় মনে করবোনা

হৃদয় তো নয় তাসেরই ঘর

ইচ্ছে হলেই করবে পর

যাবেই ভুলে মিষ্টি স্মৃতি

কাঁদলে আকাশে উঠবে ঝড়

হৃদয় তো নয় তাসেরই ঘর

ইচ্ছে হলেই করবে পর

যাবেই ভুলে মিষ্টি স্মৃতি

কাঁদলে আকাশে উঠবে ঝড়

ধন্যবাদ

Mais de Tajreen Gahar

Ver todaslogo

Você Pode Gostar