menu-iconlogo
huatong
huatong
avatar

তোমারে লেগেছে এত যে ভালো

Talat Mehmoodhuatong
slides_little_chickehuatong
Letra
Gravações
হুম হুম হুম

আহা হা হা

হুম হুম হুম হুম

হুম হুম হুম

আহা হা হা

হুম হুম হুম হুম

তোমারে লেগেছে এত যে ভালো

চাঁদ বুঝি তা জানে,

রাতেরও বাসরে দোসর হয়ে

তাই সে আমারে টানে

চাঁদ বুঝি তা জানে,

রাতের আকাশে তারারও মিতালী

আমারে দিয়েছে সুরেরও গীতালী।

কত যে আশায় তোমারে আমি

জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী।

আকুল ভ্রোমরা বলে সে কথা

বকুলেরও কানে কানে।।

চাঁদ বুঝি তা জানে,

এত যে কাছে চেয়েছি তোমারে

এত যে প্রীতি দিয়েছ আমারে।

এত যে পাওয়া কেমনে সহিব

একাকী আমি নীরব আঁধারে।

আকুল পাপিয়া ছড়ায়ে এ কথা

বাতাসেরও কানে কানে।।

চাঁদ বুঝি তা জানে,

তোমারে লেগেছে এত যে ভালো

চাঁদ বুঝি তা জানে,

রাতেরও বাসরে দোসর হয়ে

তাই সে আমারে টানে

চাঁদ বুঝি তা জানে,

হুম হুম হুম

আহা হা হা

হুম হুম হুম হুম

হুম হুম হুম

আহা হা হা

হুম হুম হুম হুম

Mais de Talat Mehmood

Ver todaslogo

Você Pode Gostar