menu-iconlogo
huatong
huatong
avatar

Mone koro tumi ami

Tapan Chowdhuryhuatong
🌴🌴shydurrahman🌴🌴huatong
Letra
Gravações
মনে করো,তুমি আমি

চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে

ভালোবাসা স্বপ্নকে, সাথী করে...

মনে করো,তুমি আমি

চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে

Arranged by Shydur Rahman

গাঙচিল উড়ে যাওয়া ধূ ধূ বালুচর

ঘাসফুল ঝাউবন সবই সুন্দর

নাম না জানা, ঐ পাখিসব

গানে গানে করে কলোরব

চলো সেথা চলে যাই

মেঠো পথ ধরে।

মনে করো,তুমি আমি

চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে

ভালোবাসা স্বপ্নকে, সাথী করে.....

Arranged by Shydur Rahman

সন্ধ্যায় ঝিঁ ঝিঁ ডাক চাঁদের আলো

এ সময় তুমি ছাড়া লাগে না ভালো

আকাশের নীল বুকে হাজার তারা

করেছে আমায় দিশেহারা

তোমাকে সাথি করে

দেখবো সারা রাত ধরে।

মনে করো,তুমি আমি

চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে

ভালোবাসা স্বপ্নকে, সাথী করে....

মনে করো,তুমি আমি

চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে

ভালোবাসা স্বপ্নকে, সাথী করে...

মনে করো,তুমি আমি

চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে

Arranged by Shydur Rahman

Mais de Tapan Chowdhury

Ver todaslogo

Você Pode Gostar