menu-iconlogo
huatong
huatong
avatar

Taito Ailam Sagore

Tasrif Khanhuatong
serena_sollyhuatong
Letra
Gravações
আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে,

তাই তো আইলাম সাগরে,

তাই তো আইলাম সাগরে।

এ মন বসেনা শহরে

ইট পাথরের নগরে,

তাইতো আইলাম সাগরে,

তাইতো আইলাম সাগরে।।

এই সাগর পাড়ে আইসা আমার

মাতাল মাতাল লাগে,

এই রুপ দেখিয়া মন পিঞ্জরায়

সুখের পক্ষী ডাকে।

এই সাগর পাড়ে আইসা আমার

মাতাল মাতাল লাগে,

এই রুপ দেখিয়া মন পিঞ্জরায়

সুখের পক্ষী ডাকে।

পারতাম যদি থাইকা যাইতে

এই সাগরের পাড়ে,

ঝিনুক মালা গাইথা, কাটায়

দিতাম জীবনটা রে।

আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে,

তাই তো আইলাম সাগরে,

তাই তো আইলাম সাগরে।

মন বসেনা শহরে

ইট পাথরের নগরে,

তাইতো আইলাম সাগরে,

তাইতো আইলাম সাগরে।।

এই নীল জলেতে ভাসায় দেবো

মনের দুঃখ যতো,

আর জল দিয়া পূরন করিবো

হাজার শুকনো ক্ষত।

এই নীল জলেতে ভাসায় দেবো

মনের দুঃখ যতো,

আর জল দিয়া পূরন করিবো

হাজার শুকনো ক্ষত।

পারতাম যদি থাইকা যাইতে

এই সাগরের পাড়ে,

ঝিনুক মালা গাইথা, কাটায়

দিতাম জীবনটা রে।

আমার মন বসে না শহরে

ইট পাথরের নগরে,

তাই তো আইলাম সাগরে,

তাই তো আইলাম সাগরে।

মন বসেনা শহরে

ইট পাথরের নগরে,

তাইতো আইলাম সাগরে,

Mais de Tasrif Khan

Ver todaslogo

Você Pode Gostar