menu-iconlogo
huatong
huatong
avatar

দূরে কোথাও আছি বসে

Tausifhuatong
sgn1121huatong
Letra
Gravações
দুরে কোথাও আছি বসে,

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুঁতে চায় মনের দুয়ার,

দুচোখ নির্বাক আসনা ছুটে

তুমি এলে রংধনু রং ঢেলে দেয়,

তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়

এ মনের অহলাগ আসনা ছুটে ...

দুরে কোথাও আছি বসে,

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুঁতে চায় মনের দুয়ার,

দুচোখ নির্বাক আসনা ছুটে

অনুরাগে ঝরে চাদ ও আজ

এ লগনেও এলেনা

অনুভব নিশ্চুপ আজ,

কথা যে বলেনা

ভালো যদি বাসো তুমি আমাকে

ছুটে চলে আসনা

দুরে কোথাও আছি বসে,

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুঁতে চায় মনের দুয়ার,

দুচোখ নির্বাক আসনা ছুটে

নীল আচল নির্মল হাওয়া

এ লগনেও এলেনা

অচেতন থাকে মন

নিস্প্রান যত ভাবনা

ভালো যদি বাসো

তুমি আমাকে

ছুটে চলে আসনা

দুরে কোথাও আছি বসে,

হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছুঁতে চায় মনের দুয়ার,

দুচোখ নির্বাক আসনা ছুটে

তুমি এলে রংধনু রং ঢেলে দেয়,

তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়

এ মনের অহলাগ আসনা ছুটে ...

দুরে কোথাও আছি বসে

হাতদুটো দাও বাড়িয়ে

বিরহ ছুঁতে চায় মনের দুয়ার,

দুচোখ নির্বাক আসনা ছুটে

Mais de Tausif

Ver todaslogo

Você Pode Gostar