menu-iconlogo
huatong
huatong
tayeb-raj-de-de-pal-tule-de-sam-collection-cover-image

de de pal tule de (SAM Collection)

Tayeb Rajhuatong
🇸u200a🇦u200a🇲u200a88909🤴🦋huatong
Letra
Gravações
allaha.....................

uploaded by SAM

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না,

মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না,

পাল তুলে দে মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,

একবার ছেড়ে দে নৌকা,

আমি যাবো মদিনা (x2)

দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে

হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে (x2)

ও দয়াল মুর্শিদ যার সখা

তার কিসের ভাবনা

মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা

হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা,

আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা

ও দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

পাল তুলে দে মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,

একবার ছেড়ে দে নৌকা,

আমি যাবো মদিনা।

ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে

সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে (x2)

ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা

মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা

হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা,

আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা।

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না,

পাল তুলে দে মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,

একবার ছেড়ে দে নৌকা,

আমি যাবো মদিনা।

ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ..

Mais de Tayeb Raj

Ver todaslogo

Você Pode Gostar