menu-iconlogo
huatong
huatong
avatar

Rana’s Library – Ore Nil Jamunar Jol ওরে নীল যমুনার জল

Tina Ghoshalhuatong
Rana_E_R_S..huatong
Letra
Gravações
ওরে নীল যমুনার জল

Singer: Tina Ghoshal

Arranged By Rana

*************

(শ্যাম কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ, শ্যাম)

ওরে নীল যমুনার জল,

বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম?

আমার কৃষ্ণ ঘনশ্যাম

(শ্যাম কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ, শ্যাম)

আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম,

এলাম ব্রজধাম.. কৃষ্ণ ঘনশ্যাম

ওরে নীল যমুনার জল

*************

*************

(শ্যাম কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ, শ্যাম)

তোর কোন কূলে কোন বনের মাঝে,

আমার কানুর বেণু বাজে

তোর কোন কূলে কোন বনের মাঝে,

আমার কানুর বেণু বাজে

আমি কোথায় গেলে শুনতে পাব রাধা

রাধা রাধা রাধা নাম

আমি কোথায় গেলে শুনতে পাব রাধা

রাধা রাধা নাম.. কৃষ্ণ ঘনশ্যাম

ওরে নীল যমুনার জল

(শ্যাম কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ, শ্যাম)

আমি শুধাই ব্রজের ঘরে ঘরে,

কৃষ্ণ কোথায় বল?

কেন কেউ কহে না কথা,

হেরি সবার চোখে জল

বল রে আমার শ্যামল কোথায়?

কোন মথুরায় কোন দ্বারকায়

বল রে আমার শ্যামল কোথায়?

কোন মথুরায় কোন দ্বারকায়

বল যমুনা বল?

বাজে বৃন্দাবনের কোন পথে তাঁর

নুপুর অবিরাম.. কোথায় ঘন শ্যাম?

আমার কৃষ্ণ ঘনশ্যাম

ওরে নীল যমুনার জল,

(শ্যাম কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ, শ্যাম)

(শ্যাম কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ, শ্যাম)

==ধন্যবাদ==

Mais de Tina Ghoshal

Ver todaslogo

Você Pode Gostar