menu-iconlogo
huatong
huatong
avatar

Sedin Dujone

Trissha Chatterjeehuatong
mlattaway1huatong
Letra
Gravações
সেদিন দুজনে দুলেছিনু বনে

ফুলডোরে বাঁধা ঝুলনা

সেদিন দুজনে দুলেছিনু বনে

ফুলডোরে বাঁধা ঝুলনা

সেই স্মৃতিটুকু কভু খনে খনে

যেন জাগে মনে, ভুলো না

ভুলো না, ভুলো না

সেদিন দুজনে দুলেছিনু বনে

ফুলডোরে বাঁধা ঝুলনা

সেদিন বাতাসে ছিল তুমি জানো

আমারি মনের প্রলাপ জড়ানো

সেদিন বাতাসে ছিল তুমি জানো

আমারি মনের প্রলাপ জড়ানো

আকাশে আকাশে আছিল ছড়ানো

তোমার হাসির তুলনা, ভুলো না

ভুলো না, ভুলো না

সেদিন দুজনে দুলেছিনু বনে

ফুলডোরে বাঁধা ঝুলনা

যেতে যেতে পথে পূর্ণিমারাতে

চাঁদ উঠেছিল গগনে

দেখা হয়েছিল তোমাতে আমাতে

কী জানি কী মহা লগনে

চাঁদ উঠেছিল গগনে

এখন আমার বেলা নাহি আর

বহিব একাকী বিরহের ভার

এখন আমার বেলা নাহি আর

বহিব একাকী বিরহের ভার

বাঁধিনু যে রাখী পরানে তোমার

সে রাখী খুলো না, খুলো না, ভুলো না

ভুলো না, ভুলো না

সেদিন দুজনে দুলেছিনু বনে

ফুলডোরে বাঁধা ঝুলনা

সেদিন দুজনে দুলেছিনু বনে

ফুলডোরে বাঁধা ঝুলনা

Mais de Trissha Chatterjee

Ver todaslogo

Você Pode Gostar