menu-iconlogo
huatong
huatong
avatar

E Maner Akashe

Udith Narayan/Anuradha Paudwalhuatong
♨️🅑︎🅘︎Ⓟ︎Ⓛ︎🅐︎🅑︎2♨️huatong
Letra
Gravações
(ফিঃ)ও ও প্রিয় ও প্রিয়

(মেঃ)ও ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া

(ফিঃ)এ মনের আকাশে এসো না রোদ্দুরে

ও সাথী এসো গো ও সাথী এসো গো

এ কাজল ভরা চোখ তোমাকে চাই গো

ও সাথী এসো গো ও সাথী এসো গো

ও সাথী এসো গো ও সাথী এসো গো

ও সাথী এসো গো ও সাথী এসো গো

(মেঃ)সোহাগে ভরে দেবো তোমাকে আমি

ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো

রূপ রস গন্ধে ভরাবো হৃদয়

ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো

ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো

ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো

(ফিঃ)এ মনের আকাশে এসো না রোদ্দুরে

ও সাথী এসো গো ও সাথী এসো গো

(ফিঃ)গানে তুমি সুরে তুমি

ফুলের মতো সুন্দর তুমি

(মেঃ)জনম জনম তুমি আমার

থাকবো পাশে আমি তোমার

(ফিঃ)এত ভালোবাসা

(মেঃ)এত কাছে আসা

এত ভালোবাসা

(ফিঃ)এত কাছে আসা

(মেঃ)হো এক জনমে তো হয়না কখন

হাজার জনমের প্রেম সাধনা

(ফিঃ)এ মনের আকাশে এসো না রোদ্দুরে

ও সাথী এসো গো ও সাথী এসো গো

(মেঃ)ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো

ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো

(ফিঃ)এ মনের আকাশে এসো না রোদ্দুরে

ও সাথী এসো গো ও সাথী এসো গো

(মেঃ)ভয় কি মরণে চলার পথে

থাকলে কাছে তুমি সাথে

(ফিঃ)আলো আধারে সুখে দুঃখে

থাকবে তুমি আমার বুকে

(মেঃ)তবে কেন দূরে

(ফিঃ)না না বাবা পরে

(মেঃ)তবে কেন দূরে

(ফিঃ)না না বাবা পরে

ও দুস্টু চোখের ওই মিষ্টি ভাষাতে

হারিয়ে গেছি আমি দেখে কি বোঝো না

(মেঃ)সোহাগে ভরে দেবো তোমাকে আমি

ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো

(ফিঃ)এ মনের আকাশে এসো না রোদ্দুরে

ও সাথী এসো গো ও সাথী এসো গো

(মেঃ)ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো

(ফিঃ)ও সাথী এসো গো ও সাথী এসো গো

(মেঃ)সোহাগে ভরে দেবো তোমাকে আমি

(মেঃ ফিঃ )ও সাথী এসো গো ও সাথী এসো গো

ও সাথী এসো গো ও সাথী এসো গো

(ফিঃ)ও ও প্রিয় ও প্রিয়

(মেঃ)ও ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া

Mais de Udith Narayan/Anuradha Paudwal

Ver todaslogo

Você Pode Gostar

E Maner Akashe de Udith Narayan/Anuradha Paudwal – Letras & Covers