menu-iconlogo
huatong
huatong
avatar

Obhiman-Black

Upalhuatong
༆⑅⃝🕊️🇱u200b🆁🅱️🦋Upal🦋🇧🇩huatong
Letra
Gravações
স্বগত লগ্নে জমাট স্তব্ধতা

ঘুম পেলে ক্ষতি কি?

তোমার চোখে গভীর বিশ্বাস

হারালে ক্ষতি কি?

কেবলই অভিমানের রাত

তবে কেন প্রতীক্ষা?

ক্ষয়া চোখে ভুলের বিন্যাস

নিভু স্বপ্নবাতিটা

আমাকে তুমি জাগিয়ে

একা কেন ঘুমালে?

আমাকে এড়িয়ে তোমার আকাশে

কবে ফুল ঝরেছে?

তোমার চারুগৃহ কেন যে খুলে যায়

দেয়ালে মাথা কোটে ধূসর আঁধার

দু'চোখ অন্ধের উপড়ে ফেলো তুমি

মাতাল ভাঁড় হোক সঙ্গী তার

আমাকে তুমি জাগিয়ে

একা কেন ঘুমালে?

আমাকে এড়িয়ে তোমার আকাশে

কবে ফুল ঝরেছে বলো?

আমাকে তুমি জাগিয়ে

একা কেন ঘুমালে?

আমাকে এড়িয়ে তোমার আকাশে

কবে ফুল ঝরেছে বলো?

Mais de Upal

Ver todaslogo

Você Pode Gostar