menu-iconlogo
logo

Vebona go ma

logo
avatar
Upallogo
༆⑅⃝🕊️🇱u200b🆁🅱️🦋Upal🦋🇧🇩logo
Cantar no App
Letra
Intro............

Family: LRB

Room: 264603

ভেবোনা গো মা তোমার ছেলেরা

হারিয়ে গিয়েছে পথে।

ভেবোনা গো মা তোমার ছেলেরা

হারিয়ে গিয়েছে পথে।

ওরা আছে মাগো হাজার মনের

ওরা আছে মাগো হাজার মনের

বিপ্লবী চেতনা তে।

ভেবোনা গো মা তোমার ছেলেরা

হারিয়ে গিয়েছে পথে।

ওরা গিয়েছিল রাতের আঁধারে

সূর্য আনার জন্য

সারাদেশ জুড়ে রক্ত পদ্ম ফোটানো যে অনন্য

দেখেছে সে ফুল হাজার মানুষ

দেখেছে সে ফুল হাজার মানুষ

বাংলার পথে পথে

ভেবোনা গো মা তোমার ছেলেরা

হারিয়ে গিয়েছে পথে।

ওরা এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রানের স্বপ্ন

দলে দলে ফোটে সে ফুল এবার বিলায় মধুর গন্ধ

দুঃখ করোনা মা গো আমার

দুঃখ করোনা মা গো আমার

চেয়ে দেখো রাঙা প্রাতে

ভেবোনা গো মা তোমার ছেলেরা

হারিয়ে গিয়েছে পথে

ওরা আছে মাগো হাজার মনের

ওরা আছে মাগো হাজার মনের

বিপ্লবী চেতনা তে

ভেবোনা গো মা তোমার ছেলেরা

হারিয়ে গিয়েছে পথে।

ভেবোনা গো মা তোমার ছেলেরা

হারিয়ে গিয়েছে পথে।

Vebona go ma de Upal – Letras & Covers